বরাবরে,
চেয়ারম্যান সাহেব মহোদয়
১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত
লোহাগাড়া, চট্টগ্রাম।
বিষয়: অভিযোগ পত্র
নুরুল ইসলাম, পীং- আব্দুর রশিদ, সাং- বড়হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম। .......... বাদী
বনাম
ফররুখ আহমদ, পীং- অজি উল্লাহ, সাং- চাকফিরানী, লোহাগাড়া, চট্টগ্রাম। .......... বিবাদী
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি বাদী উপরোক্ত সাকিনের স্থায়ী বাসিন্দা হই।পক্ষান্তরে উক্ত বিবাদী জোর জুলুমবাজ, অন্যায় প্রকৃতির লোক হয়। এমতাবস্থায় বাদী ও বিবাদী মৌরশি সম্পত্তি একই খতিয়ান ভূক্ত হওয়ায় একজন নিরপেক্ষ সার্ভেয়ার দ্বারা উক্ত জায়গা পরিমাপ করত: সুষ্ঠভাবে ভাগ বন্টন করার জন্য স্থানীয় গ্রামাদালতের চেয়ারম্যান মহোদয়ের নিকট আশ্রয় লইতে বাধ্য হইলাম।
অতএব, মহোদয় প্রার্থনা যে, উক্ত বিষয়টি সরজমিনে তদন্তপূর্বক সুব্যবস্থা গ্রহণে মহোদয়ের সদয় মর্জি হউক।
আবেদনকারী স্বাক্ষর
(নুরুল ইসলাম)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস