লোহাগাড়া, বাসস্টেশন হতে সি.এন.জি যোগে লোহাগাড়া থানার উত্তর পাশ দিয়ে সোজা পশ্চিম দিকে পাঁচ কি.মি পশ্চিমে বড়হাতিয়া মনুফকির বাজার। বড়হাতিয়া মনুফকির বাজারের দক্ষিণ পার্শ্বে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। সি.এন.জি যোগে প্রতিজনের ভাড়া ২৫ টাকা। এছাড়াও চুনতি বাজার হতে সোজা উত্তর দিকে ৮ কি.মি দূরে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের অবস্থান। সাতকানিয়া হতে সুজা দক্ষিণ দিকে ১৫ কি.মি দূরে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।